বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের মামলায় এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার এজাহারে ৮৫ নম্বর আসামি তিনি। গত ৪ অক্টোবর নুরুল ইসলামের ভাতিজা মো. সোলায়মান বাদী হয়ে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছিলেন।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে আগের দিন পাথরঘাটা শহরে আসেন নুরুল ইসলাম। তাঁর আসার খবরে বিএনপি নেতা-কর্মীরা রায়হানপুরের সিঅ্যান্ডবি এলাকায় জড়ো হন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নুরুল ইসলামকে কর্মসূচিস্থলে ঢুকতে বাধা দেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও তাঁদের ওপর হামলা করেন।
তিনি আরও বলেন, ওই ঘটনায় নুরুল ইসলাম, পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবদুল্লাহ আল মামুন, কাকচিড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর পাহলানসহ অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনার পর উল্টো আহত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৪ অক্টোবর বিএনপির পক্ষ থেকে নুরুল ইসলামের ভাতিজা মো. সোলায়মান বাদী হয়ে প্রায় দুই বছর আগের ঘটনায় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, বিএনপির মামলায় এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে হস্তান্তর করা হবে।