
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স ওয়ান বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করার লাইভ ফুটেজে দেখা গেছে, যেখানে তাঁকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ।
ট্রাম্পের সঙ্গে তাঁর জামাতা জ্যারেড কুশনার, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আজ তিনি ইসরায়েলি নেসেটে একটি ভাষণ দেবেন বলে জানা গেছে আল-জাজিরার এক প্রতিবেদনে। এরপর তিনি যুদ্ধবিরতি চুক্তি সংক্রান্ত শীর্ষ সম্মেলনে সহসভাপতিত্ব করতে মিসরে যাত্রা করবেন।
এদিকে, গাজায় বন্দী থাকা অবশিষ্ট ইসরায়েলি নাগরিকদের মুক্তির কার্যক্রম শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার সকাল ৮টার পর সাতজন জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে। তাদের পরে ইসরায়েলি বাহিনীর কাছে পাঠানো হবে।
ইসরায়েলি সামরিক বাহিনী এক্সপোস্টে জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে বন্দীদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন— ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল, গাই গিলবোয়া দালাল।
জিম্মিদের মুক্তির পর ইসরায়েল দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তবে ফিলিস্তিনের প্রভাবশালী নেতা মারওয়ান বারঘৌতি এই তালিকায় অন্তর্ভুক্ত হবেন না।
সূত্র: আল-জাজিরা