১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী পুলিশ কাউকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করলে সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে তিনি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, ‘কার্যবিধির ১৬৭ ধারায় যেখানে পুলিশ রিমান্ডে নেয় সেটির ক্ষেত্রেও হাইকোর্টের নির্দেশনা মানতে হবে। ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে তার পরিবারকে ফোনে জানাতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা বেশকিছু বিষয়ে একমত হয়েছি। আপনারা জানেন দুটি কড়া আইন রয়েছে। ৫৪ ধারা অনুযায়ী পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। আরেকটি ১৬৭ ধারায় যেখানে পুলিশ রিমান্ডে নেয়। এ দুটি ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও মালিক না। এটা সিআরপিসি। আইন মন্ত্রণালয়ের আইন। এসব বিষয়ের কারণে আমরা আইন মন্ত্রণালয় থেকেও একজন যুগ্ম সচিবকে এই সংস্থার কমিশনে অন্তর্ভুক্ত করেছি। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি দীর্ঘদিন হলো এসব বিষয় নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে। ব্লাস্ট নামে একটি সংগঠনের পক্ষ থেকে ড. কামাল হোসেন সাহেব এ বিষয়ে একটি রিট করেছিলেন। ওই রিটে হাইকোর্ট বলেছিল এই আইন প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকগুলো গাইডলাইন দিয়ে দেয়। পরে এই বিষয় নিয়ে সরকার আপিলেট ডিভিশনে যায় সেখানেও অ্যাপিলেট ডিভিশন থেকে বলা হয় একে এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনার আগেই দেওয়া আছে। অর্থাৎ আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ এবং অন্যান্য সরকারের সংস্থাগুলোকে বেশ কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে কাউকে গ্রেপ্তার করতে হলে অবশ্যই তার পরিবারের লোকজনকে সেটা জানাতে হবে। এটা হাইকোর্টের একটি রায়। আপনারা জানেন হাইকোর্টের রায় আইনের একটি অংশ।’
পুলিশের দুর্নীতি বিষয়ে তিনি বলেন, ‘দুর্নীতি হচ্ছে আমাদের এক নম্বর শত্রু। কোনো বিভাগের দুর্নীতি কমে গেলে সেখানে কর্মদক্ষতা বাড়ে। আইনের প্রতি মানুষের আনুগত্য করে। আমাদের দেশের বড় সমস্যাই দুর্নীতি৷ এছাড়া আমরা পুলিশের বেতন কাঠামো নিয়ে আলোচনা করেছি। আগামীকাল এটা নিয়ে আরও আলোচনা হবে।’
তিনি বলেন, ‘পুলিশসহ সরকারের সব বিভাগকে যদি রাজনীতিমুক্ত রাখার চেষ্টা করতে হবে। আমাদের গত ১৫ বছরের নিকট অতীতে দেখেছি পুলিশের অন্যান্য বিভাগগুলোতে রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলেন। অনেকের দুর্নীতি করেছে এবং পদোন্নতি নেওয়ার চেষ্টা করেছে৷ এটি বন্ধে সুপারিশের কাজ চলছে।
সাদা পোশাকে গ্রেপ্তারের বিষয়ে আমরা এখনো কোনো সুপারিশ করিনি, তবে এ বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হবে।’