
যৌন হয়রানির অভিযোগে অস্ট্রেলিয়ার সিনিয়র রেডিও উপস্থাপক ও সাবেক রাগবি কোচ অ্যালান জোনসকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বিবিসির খবরে বলা হয়েছে, তার বিরুদ্ধে আটটি যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরকেও হয়রানির অভিযোগ আছে।
স্থানীয় সময় সোমবার নিউ সাউথ ওয়েলসের শিশু নির্যাতন দমনের একটি দল ৮৩ বছর বয়সী সিডনির বাসা থেকে জোনসে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা বিভিন্ন ডিভাইস জব্দ করে তারা।
২০২৩ সালে দ্য সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় তার অভিযোগের কথা প্রকাশিত হলে তিনি তা অস্বীকার করেন। তার বিরুদ্ধে ২০০১ থেকে ২০১৯ সালের মধ্যে ২৪টি অভিযোগ উঠেছে। পুলিশ বলেছে, ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন তাকে ব্যক্তিগতভাবে চিনতো এবং একজন জোনসের অধীনে কাজ করতো।
নিউ সাউথ এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভুক্তভোগীদের মধ্যে অনেকেই প্রথম দেখাতেই তার দ্বারা নির্যাতিত হয়েছেন। আমি ভুক্তভোগীদের সাহসিকতার প্রশংসা করতে চাই, তাদের আওয়াজ তোলার মাধ্যমে বাকিরাও সচেতন হতে পারবে।
অ্যালান জোনসকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে এবং ১৮ ডিসেম্বর তিনি আদালতের মুখোমুখি হবেন।