ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। সোমবার (১৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এ বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেনবিএনপি স্থায়ী কমিটি সদস্য ও বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পাদক ও সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।