বাংলাদেশে ছাত্র ও তরুণদের জুলাই বিপ্লবের ঘটনা বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে উদাহরণ সৃষ্টি করেছে। ছাত্রদের ৫ আগস্টের অভুতপূর্ব এ গণজাগরণকে জলবায়ু যুদ্ধে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বিষেশজ্ঞরা।
শনিবার (১৬ নভেম্বর) সম্মেলনের ওয়াটার ফর ক্লাইমেট প্যাভিলিয়নে ‘ইয়্যুথ ফর ওয়াটার জাস্টিস’ বিশ্ব আলোচনায় জোরের সাথে বাংলাদেশের জুলাই বিপ্লবের উদাহারণ টানেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। তারা বলেন, কেউ এমনি এমনি সবকিছু দিয়ে দেবে না, অধিকার আদায় করে নিতে হয়।
এদিকে আগস্টে ফেনীসহ বাংলাদেশের ৫ জেলায় হঠাৎ ভয়াবহ বন্যা মোকাবিলায় তরুণদের উদ্যোগ ও সফলতারও প্রশংসা করা হয় এ আলোচনায়। বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ গবেষক ও জলবায়ু বিশারদরা এসবের ব্যাখাও করেন সাংবাদিকদের সামনে।
রাষ্ট্র কাঠামো মেরামতের আন্দোলন শেষে এখন এভাবেই বিশ্ব দরবারে প্রশংসা কুড়াচ্ছেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের নায়করা।
রাজনৈতিক আন্দোলন সংগ্রামে যা সম্ভব হয়নি তা গণ অভ্যুত্থানে বাংলাদেশের শিক্ষার্থীরা করে দেখিয়েছে। বিশ্বব্যাপী জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকবিলায় পদক্ষেপ নিতে বেশিরভাগ দেশ সোচ্চার হলেও উন্নত দেশগুলো তাতে সাড়া দিচ্ছে না। এসব দেশের তহবিল ছাড় না করার ঘটনাকে একধরনের স্বৈরাচারী আচরণ বলেও মন্তব্য করেন তারা। এর অবসান ঘটাতে বিশ্বজুড়ে তদরুণদের একজোট হওয়ার আহ্বান তাদের।