তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাতে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এমন সিরিজেও পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক ৩ ম্যাচেই ডাক মেরেছেন। দ্বিপক্ষীয় সিরিজে যা সর্বোচ্চবার শূন্য রানে আউটের রেকর্ড। শফিক রোববার জোহানেসবার্গে আউট হয়েছেন প্রথম বলে। দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন ২ বল আর প্রথম ম্যাচে ৪ বল। অথচ তার সঙ্গী সাইম আইয়ুব ৩ ম্যাচের দুটিতেই করেছেন সেঞ্চুরি, হয়েছেন সিরিজসেরাও।
শফিকের আগে এক সিরিজে তিনবার শূন্য রানে ফিরেছেন আরও ১৩ ব্যাটার। তার সাথে কেবল তুলনা চলে ভারতের সূর্যকুমার যাদবের। শফিকের মতো শুধু সূর্যও ৩ ম্যাচ সিরিজে তিনবার ০ রানে ফিরেছেন। সূর্যকুমার এখন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এই ব্যাটার গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টানা তিনটি ডাক মেরেছিলেন। সেটি ছিল তিন ম্যাচ সিরিজে সবগুলোতে ০ রানে আউটের বিশ্ব রেকর্ড। একই রেকর্ডের মালিক এখন চিরবৈরি দুই দেশেই মিললো।
দ্বিপক্ষীয় সিরিজে তিনবার শূন্য রানে আউট হওয়ার অন্য ঘটনাগুলো ৫-৭ ম্যাচের। এখন পর্যন্ত ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩টি শূন্য দেখতে হয়েছে ৯ ব্যাটসম্যানকে। এর মধ্যে শোয়েব মালিক, ব্রেন্ডন টেলরের মতো তারকাও আছেন। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে এমন ঘটনা ঘটেছে দুটি আর ৭ ম্যাচের সিরিজে ১টি। এই রেকর্ডের তালিকায় অনেকে অবশ্য বোলার। এক সিরিজে সর্বোচ্চ ৩ বার শূন্য রানে আউট হওয়া খেলোয়াড়দের মধ্যে স্বীকৃত ব্যাটসম্যান ৮ জন।