লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা হয়।
মারা যাওয়া শিশুদের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে হাফসা আক্তার (৮) ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধারমানিক গ্রামের মো. সুমনের ছেলে সোহাগ (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়। এ ঘটনায় মারা যাওয়া শিশুদের এলাকায় শোকের মাতম চলছে।
এ প্রসঙ্গে লক্ষীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অরূপ পাল বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।