
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। আজ সোমবার দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচার নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ।
রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি), জোট নিরপেক্ষ আন্দোলনসহ (ন্যাম) আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সব সময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।