
হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের তৎপরতার ছবিটি শনিবার দিবাগত রাতে তোলা।
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে একটি পরিত্যক্ত হিমাগারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে আগুন।
এর আগে শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আব্দুল্লাপুরের চান কোল্ডস্টোরেজ নামের হিমাগারে এ অগ্নিকাণ্ডে সূত্রপাত হয় ।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের। তবে এর আগেই পুড়ে গেছে পরিত্যক্ত হিমাগার ভবনের বিভিন্ন যন্ত্রাংশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, প্রায় ২০ বছর ধরে হিমাগারটি পরিত্যক্ত অবস্থায় ছিল। বর্তমানে বিক্রি করে দেওয়া হিমাগারের যন্ত্রাংশ খোলার কার্যক্রম চলছিল।
দিনের বেলা কাজ শেষ করে শ্রমিকরা চলে গেলে রাতে হঠাৎ হিমাগারের ভবন থেকে ধোয়া ও আগুন দেখতে পায় স্থানীয়রা।

পরে রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ৩টি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। এর মধ্যে মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে বিভিন্ন স্থানে।
এতে ব্যাপক ধুয়ার সৃষ্টি হওয়ায় ভবনের ভেতরে প্রবেশের করে পুরোপুরি আগুন নির্বাপনে চ্যালেঞ্জ তৈরি হয়। পরে ভবনের একাধিক পয়েন্টে দেওয়াল কেটে রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে, মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যন্ত্রাংশ খুলে নেওয়ার সময় অসাবধানতাবশত কোনো ফুলকি থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে। ব্যাপক পরিমাণে ধোয়া ও ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় সহজে আগুন পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি।
পরে ৩টি অংশের দেওয়াল ভেঙে ভেতর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে বিস্তারিত পরে ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি।