
রাজশাহীর তানোরে তালাকপ্রাপ্তা এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৯ মার্চ) ভোররাতে জেলার গোদাগাড়ীর উপজেলার কাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ রাজশাহীর সিনিয়র সহকারী পরিচালক মো. ফাহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহীর তানোরে তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণ করা হয়। চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন খাইরুল নামে এক ব্যক্তি। তাকে আমরা গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর মামলার এজাহার দেখে বিস্তারিত জানাতে হবে। প্রয়োজনীয় আইন ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।