মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

৭০ বছরে এমন কিছু দ্বিতীয়বার দেখল ক্রিকেট বিশ্ব

ছবি : সংগৃহীত

সিডনি টেস্টের প্রথম ইনিংসে ভারত ১৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর মনে হয়েছিল, ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে। কিন্তু আজ সেটাকে ভুল প্রমাণ করে দিয়েছেন ভারতীয় বোলাররা। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, যশপ্রীত বুমরাদের বোলিং তোপে অস্ট্রেলিয়া সব উইকেট হারিয়ে তুলেছে ১৮১। তাতে প্রথম ইনিংস শেষে ৪ রানের লিড পেয়েছে ভারত!

তাতে নতুন একটা কীর্তি লেখা হয়েছে আজ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত ৭০ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো প্রথম ইনিংসে ২০০ এর আগেই অলআউট হলো দুদল। এর আগের কীর্তিটি ছিল ১৯৭৯-৮০ মৌসুমে। সেবার প্রথম ইনিংসে ইংল্যান্ড ১২৩ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ১৪৫ রানে।

ছবি : সংগৃহীত

ভারতের বোলিং লাইন আপের সামনে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানদের যে বড় পরীক্ষা দিতে হবে, সেটার আভাস মিলেছিল গতকালই। ভারতের ইনিংস শেষ হওয়ার পর গতকাল দিনের শেষ ভাগে অস্ট্রেলিয়া যে ৩ ওভার খেলার সুযোগ পেয়েছিল, তাতে ৯ রান তুলতেই ওপেনার উসমান খাজাকে হারিয়েছিল স্বাগতিকরা।

সেখান থেকে দলের রান ৩৯ হতেই আরও ৩টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। আজ দিনের চতুর্থ ওভারে দ্বিতীয় বলে বুমরার গুড লেংথের ডেলিভারিটি লাবুশেনের (২) ব্যাটে লেগে উইকেটকিপার ঋষভ পন্তের হাতে আশ্রয় নেয়। দলকে ৩৫ রানে রেখে বিদায় নেন স্যাম কনস্টাস। মোহাম্মদ সিরাজের আউটসুইংয়ে ড্রাইভ করতে ব্যর্থ হন কনস্টাস (২৩)। ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় গালিতে ইয়াসাসভি জয়সোয়ালের ক্যাচে পরিণত হন তিনি।

সিরাজের একই ওভারের পঞ্চম বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন ৪ রান করা ট্রাভিস হেড। তাতে অস্টেলিয়ার স্কোরবোর্ড হয়ে যায় ৩৯/৪!

ছবি : সংগৃহীত

এমন বিপর্যয়ে অস্ট্রেলিয়ার ঢাল হয়ে দাঁড়ান অভিষিক্ত ব্যু ওয়েবস্টার। স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন তিনি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার রানের চাকা সচল রাখার দায়িত্বও নেন দুজন। স্মিথ-ওয়েবস্টার জুটিতে ৫৭ রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে।

তবে দলের রান তিন অঙ্ক ছোঁয়ার আগে বিদায় নেন স্মিথ। দলকে ৯৬ রানে রেখে প্রসিদ্ধ কৃষ্ণার লেংন্থ বলে দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ ৩৩ রান করা স্মিথ। এরপর অ্যালেক্স ক্যারিকে নিয়ে জুটি গড়েন ওয়েবস্টার। কিন্তু ইনিংসের ৩৮তম ওভারে প্রসিদ্ধর বলে ক্যারি (২১) বোল্ড হলে দুজনের জুটি ভেঙে যায় ৪১ রানে।

অধিনায়ক প্যাট কামিন্সও আজ মাস্টারক্লাস ইনিংস খেলতে পারেননি। দুই অঙ্ক ছুঁতেই নীতিশ রেড্ডির বলে প্রথম স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন কামিন্স (১০)। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তখন তখন ১৬২ রানে ৭ উইকেট। ২ রানের ব্যবধানে মিচেল স্টার্কের (১) উইকেটটাও নেন নীতিশ। একপ্রান্তে অস্ট্রেলিয়ার ঢাল হয়ে থাকা ওয়েবস্টারও বিদায় নেন ১৬৬ রানে। ফেরার আগে অভিষেক ইনিংসেই তুলে নিয়েছেন ফিফটি (৫৭ রান)। শেষদিকে নাথান লায়ন-স্কটবোল্যান্ড জুটির ১৫ রানে ১৮০ পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে প্রসিদ্ধ ও সিরাজ ৩টি করে উইকেট নিয়েছেন। এছাড়া বুমরা ও নীতিশ রেড্ডি ২টি করে উইকেট শিকার করেছেন।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...