
পটুয়াখালীর বাউফলে অস্ত্রের মুখে শিবু বণিক (৭৮) নামে সংখ্যালঘু এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ৮ থেকে ১০ জন মুখোশধারী তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
শিবু বণিক উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টির মুদি ও মনোহরী ব্যবসায়ী।
দোকানের কর্মচারীরা জানান, শিবু বণিক রাতে প্রতিদিনের মতো দোকানের সাটার নামিয়ে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। রাত ১০টার দিকে ৮ থেকে ১০ জন মুখোশধারী দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে তাপস ও শংকরকে বেঁধে ফেলে। এরপর দুর্বৃত্তরা সাড়ে পাঁচ লাখ টাকাসহ শিবু বণিককে নিয়ে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার পর ওই বন্দরসহ আশপাশের কয়েক’শ লোক দোকানের সামনে ভিড় করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শিবু বণিককে উদ্ধার করতে পুলিশের অভিযান চলছে।