আনলাকি সাতটি ম্যাচে জয়হীন থাকার পর জয়ের স্বাদ পেয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে সিটিজেনরা। তবে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে দারুণ ছন্দে থাকা লিভারপুলের পা কিন্তু হড়কেছে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলের সমতা করেছে আর্নে স্লটের অল রেডসরা।
লিগের ১৪তম রাউন্ডের ম্যাচে বেনার্ড সিলভা ম্যানসিটিকে প্রথম লিড এনে দেন। ইতিহাদে ৮ মিনিটে লিড নেয় সিটিজেনরা। ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে থাকা কেভিন ডি ব্রুইনি ৩১ মিনিটে লিড ২-০ করেন। এরপর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে বেলজিয়াম ফরোয়ার্ড জেরেমি ডকু দলকে বড় জয় এনে দেন।
অন্যদিকে, লিভারপুল ও নিউক্যাসলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ঘরের মাঠে নিউক্যাসল ৩৫ মিনিটে প্রথম লিড নেয়। অ্যালেক্সজান্ডার ইসাকের ওই গোলে প্রথমার্ধ শেষ করে সৌদি মালিকানায় যাওয়া নিউক্যাসল।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ব্যবধান ১-১ করেন লিভারপুলের কার্টিস জোনস। ৬২ মিনিটে অ্যান্তোনি গর্ডনের গোলে আবার লিড নেয় নিউক্যাসল। ওই গোল শোধ করে দলকে লিডও এনে দেন মোহামেদ সালাহ। ৬৮ ও ৮৩ মিনিটে গোল করেন মিশরীয় তারকা। দলও দেখছিল কামব্যাকের জয়। কিন্তু ৯০ মিনিটে ফ্যাবিয়ান সাচার গোল করে হতাশ করেন অল রেডসদের।