
ক্ষমতা স্থায়ী করতে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ও জামায়াত নেতাদের ফাঁসি দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রোববার (১ ডিসেম্বর) খুলনায় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
জামায়াতের এই আমির আরও বলেন, ‘ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ঘটয়ায় আওয়ামী লীগ। এরপরে জামায়াত নেতাদের ফাঁসি দেয় দলটি। ৫ আগস্ট আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। তবে তাদের পলায়নে কারা সহায়তা করেছে তা দেশের মানুষ জানতে চায়।`
ডা. শফিকুর বলেন, ‘১৫ বছর ধরে বিগত সরকার দেশটাকে কারাগারে পরিণত করেছিল। হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে। আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করেনি।’