মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

রাষ্ট্রদ্রোহের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয় : আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

‘গতকালের একটি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যে–ই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যবস্থা গ্রহণ করবে।’

আজ মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন। মূলত, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে, সে ক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচয়ের কারণে বঞ্চিত বা নিগ্রহের শিকার যাতে হতে না হয়, সেটা নিশ্চিত করতে হবে।

আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘গতকাল আপনারা দেখেছেন কীভাবে প্রান্তিক জায়গা থেকে এক হাজার করে টাকা নিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নস্যাৎ করা হয়েছে। এ ধরনের আর কোনো ষড়যন্ত্র করা হলে ভবিষ্যতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল, সেই অহিংস বাংলাদেশের আহ্বায়ককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের অপসারণে সরকারের কোনো উদ্যোগ আছে কি না—জানতে চাইলে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বিকল্প তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত তাঁদের রাখা হবে। ইউনিয়ন পরিষদগুলোয় বিভিন্ন ধরনের নাগরিক সেবা দেওয়ার প্রয়োজন হয়, সে জন্য এই কাঠামোগুলো রয়েছে। আমরা অতি দ্রুত বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন পরিষদের বিষয়ের সিদ্ধান্ত নেব।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুল ওহাব খান, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে শহীদ রঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম ও মামুন মিয়ার বাবা আজগর আলী বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে তিনি পানিয়ালে তিস্তা নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানানো এলাকা পরিদর্শন করেন। এছাড়া বিকেলে তিনি কাউনিয়া উপজেলার অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...