
সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ সম্মেলনের আয়োজন করে মানিকগঞ্জ জেলা শাখা।
ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কারকাজে বেশি সময় নেওয়া যাবে না। এসব সংস্কারে দীর্ঘ সময় নিলে আবার ওই খুনের মাস্টারমাইন্ড ও ষড়যন্ত্রকারীরা সময় পেয়ে যাবে। তারা অরাজকতা ও নৈরাজ্য করবে। ৫ আগস্টের পরও বিভিন্নভাবে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চেষ্টা করে যাচ্ছে ফ্যাসিস্টরা। তাদের সেই সুযোগ না দেয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর এই সেক্রেটারি জেনারেল।
রাষ্ট্রযন্ত্রের সব অঙ্গ দুর্নীতি ও দলীয়করণে নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিভিন্ন সংস্কারের জন্য প্রস্তাব চাওয়া হয়েছে। আমরা একের পর এক এসব প্রস্তাব দিয়ে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর প্রতিবেদন জমা হওয়ার সম্ভাবনা আছে। সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বলবো, যত দ্রুত সম্ভব নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন; প্রশাসন সংস্কার করুন। রাষ্ট্রযন্ত্র থেকে এই দলীয়করণ, দুর্নীতি ও জরামুক্ত করুন। তাহলে দেশের জনগণ বুঝতে পারবে, নির্বাচন সঠিক সময়ে হয়েছে।’
জামায়াতের মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ উজ্জত উল্লাহ এবং ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন প্রমুখ।