
চট্টগ্রাম নগরীর পল্টন রোড এলাকায় মধ্যরাতে মিছিল করেছে বিএনপি। একই রাতে ১১টায় মিছিল করে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে বিএনপির নেতাকর্মীদের এই মিছিল করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত এগারোটার দিকে ছাত্রলীগের ১০ থেকে ১২ জন কর্মী মিছিল করে। এরপর সাড়ে ১২টার দিকে বের হয় বিএনপির মিছিল। এসময় মিছিল থেকে ‘শেখ হাসিনার আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘কে বলেরে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’, ‘এক জিয়া লোকান্তরে, ‘লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘ধর ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’— প্রভৃতি স্লোগান দেয় দলটির নেতাকর্মীরা।
এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে ছাত্রলীগ। ওইদিন দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।