
বাংলাদেশকে একটি বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠে আন্দোলনে চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে চক্ষুসেবা এবং ওষুধ বিতরণ ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ এর আয়োজন করে।
এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা এমন বন্য আইন ও শাসনব্যবস্থা কায়েম করেছিলেন যে তার শাসনকালে একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পেতো। বন্ধু বন্ধুকে দেখলে ভয় পেতো। যুবলীগ-ছাত্রলীগ ছিল মূর্তিমান আতঙ্ক। তারা যেদিকে হেঁটে যেতো মানুষ সেদিকে হাঁটতে ভয় পেতো। মানুষ ফিসফিস করে কথা বলতো, নীরবে কথা বলতো। তারা ভাবতো তাদের কথা যুবলীগ-ছাত্রলীগ জেনে গেলে বাড়িঘরে আক্রমণ করবে অথবা পুলিশ-র্যাব তুলে নিয়ে যাবে। চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দেবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে সারাদেশে শুধু রক্ত ঝরেছে। বিএনপি নেতাকর্মীরা পঙ্গুত্ববরণ করেছে। অনেকে হাসপাতালে যেতেও ভয় পেতো। কারণ, হাসপাতালেও আক্রমণ চালিয়েছে শেখ হাসিনার ক্যাডাররা।’
তিনি আরও বলেন, ‘অন্যায় এবং পাপ যে বেশিদিন টিকতে পারে না এটির যে পতন হয়, ইতিহাস থেকে শেখ হাসিনা এ শিক্ষা গ্রহণ করেননি। এজন্যই তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে। তার মধ্যে যদি সত্যিকারের দেশপ্রেম থাকতো, তিনি যদি ভাবতেন- বাড়াবাড়ি করলে টাকা পাচার করলে মানুষের টাকা আত্মসাৎ করলে একদিন না একদিন জনগণের মুখোমুখি হতে হবে, অবস্থা অত্যন্ত খারাপ হবে, দেশে টিকতে পারবো না, তাহলে আজ তার এমন পরিণতি হতো না।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকসহ অন্য ব্যাংকগুলোতে যারা লুটপাটের সঙ্গে জড়িত তারা শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক। এস আলম নামে একজন ব্যক্তিকে বাংলাদেশের ৯টি ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি নিজেই সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই ছিল বাংলাদেশের পরিস্থিতি। এভাবে গত ১৫-১৬ বছর আওয়ামী লীগ রাজত্ব করেছে।,
এই নেতা আরো বলেন, ‘শেখ হাসিনা ভেবেছিলেন তাকে কেউ বাংলাদেশ থেকে বের করতে পারবে না। তিনি আজীবনের জন্য এখানে ক্ষমতায় থাকবেন। ছেলে-মেয়ে ও বোনকে নিয়ে বাংলাদেশে রাজপরিবার গড়ে তুলেছিলেন।’