
রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এই অভিযান চালানো হয়। এতে অন্তত ৫০০ গাড়ি জব্দ করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১১টা থেকে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। কিন্তু অভিযানের খবর আগেভাগেই জেনে যায় হকাররা। পরে তাদের ভ্যান ও গাড়িগুলো পার্শ্ববর্তী পার্কে লুকিয়ে রাখে। পুলিশ বাইরে অভিযান না চালিয়ে পার্কে অভিযান চালিয়ে এসব গাড়ি জব্দ করেছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার নজমুল হাসান গণমাধ্যমকে বলেন, গুলিস্তানে আমরা নিয়মিত অভিযান চালাই। কিন্তু অভিযানে এসে রাস্তায় হকারদের কোনো গাড়ি পাইনা। পরবর্তীতে আমরা খবর পাই, কোন অভিযানে শুরু হলে হকাররা দ্রুত গাড়িগুলো শহীদ মতিউর পার্কে রাখে। পরে অভিযান সংশ্লিষ্টরা চলে গেলে তারা আবারও রাস্তায় চলে আসত। সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে আজ গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি আমরা।
অভিযানে ডিএমপির ট্রাফিক, ক্রাইম, সিটি করপোরেশন ও সেনাবাহিনী সহযোগিতা করেছে বলে জানান মি. নজমুল। ফিটনেসবিহীন গাড়ি, লক্কর-ঝক্কর গাড়ি, অবৈধ গাড়ির বিরুদ্ধেও অভিযান চলছে বলে জানান এই কর্মকর্তা।