আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলন, কপ-২৯ এ যোগ দিয়ে বিশ্ব নেতাদের কাছে প্রশ্ন রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঘাটতি থাকা সাড়ে ৮ বিলিয়ন ডলার কে দেবে বাংলাদেশকে?
সম্মেলনের দ্বিতীয় দিন বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান, মন্ত্রীসহ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল, আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা, বারবাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোটালি, ঘানার প্রেসিডেন্ট আকফু আদদো, ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারী, ব্রাজিলের পরিবেশ মন্ত্রী ম্যারিনা সিলভিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ড. ইউনূস।
এদিকে, আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ যুব উৎসবে যোগ দিতে ঢাকা সফরে সম্মত হয়েছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সৌজন্য সাক্ষাতকালে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। আলাপকালে বিশ্বখ্যাত নারী ফুটবল দলগুলোকেও বাংলাদেশে সফর করার বিষয়ে উদ্যোগ নিতে ফিফা প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান ড. ইউনূস। জিয়ান্নি ইনফান্তিনোকে বাংলাদেশ নারী ফুটবল দলের সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপ অর্জনের বিষয়টি অবহিত করা হয়। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন ফিফা বস।
এসব সাক্ষাৎ ও আলোচনা প্রসঙ্গে বাংলাদেশ প্যাভিলিয়নে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর ১২ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হচ্ছে। এর বিপরীতে মাত্র ৩ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাওয়া যায়। বিপুল পরিমাণ বাকি অর্থের যোগান কোথা থেকে আসবে তা নিয়েই প্রশ্ন তুলেছে বাংলাদেশ।