সিলেট-২ আসনের সাবেক সাংসদ (এমপি) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব-১ ও র্যাব-৯।
সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এলিট ফোর্সটির সদস্যরা।
ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। সিলেটের কুমারপাড়ার বাসিন্দা সাবুর আলী সাবু কুমারপাড়া পয়েন্টে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলাটি করেন।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ইয়াহিয়া চৌধুরী জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইয়াহিয়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারেননি।
রাজনৈতিক ক্যারিয়ারে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।