দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ স্থগিত হওয়ার দুই মাসেরও বেশি সময় পর দলীয় পদ ফিরে পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
১০ নভেম্বর রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ২১ আগস্ট এই দুই নেতার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় তাদের পদ স্থগিত করেছিল বিএনপি।
ওই স্থগিতাদেশে বলা হয়, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে দেওয়া চিঠিতেও একই কথা বলা হয়।
রোববার (১০ নভেম্বর) তাদের দুজনের পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। স্থগিতাদেশ প্রত্যাহার পত্রে বলা হয়, গত ২১ আগস্ট বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাদের দলের পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
পদ স্থগিতাদেশ প্রত্যাহারের পত্র পেয়ে শহিদুল ইসলাম বাবুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। এক ফেসবুক পোস্টে বাবুল লিখেছেন, ‘সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের দরবারে। যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ও নিয়ন্তা। অন্তহীন কৃতজ্ঞতা আমার মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া ও আমার নেতা, আমার অভিভাবক-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি।’
তিনি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘সবার কাছে দোয়া চাই, আমাদের হাজার হাজার সহযোদ্ধা, ভাই, বন্ধু, -যারা এই সময়ে আমাকে নিবিড়ভাবে সাপোর্ট দিয়েছেন, এমনকি আমাকে মায়া করে হাজার হাজার মানুষ যেভাবে চোখের পানি ফেলেছেন- তাদের এই ঋণ পরিশোধ করার সামর্থ্য আমার নাই, এই ঋণ নিয়েই আমি মরতে চাই। এভাবেই সব সময় আমাকে আপনাদের পাশে রাখবেন, আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’