
পূর্ব লেবাননের বেকা উপত্যকা এবং বালবেক শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা ও বালবেক এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ৪০ জন। আহত সংখ্যা প্রায় ৫৩ জন।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানের চেষ্টা চলছে।
এদিকে হিজবুল্লাহও ড্রোন হামলা করেছে ইসরায়েলে। গোষ্ঠীটি জানায়, এক ঝাঁক ড্রোন প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে ইসরায়েলি সামরিক বাহিনীর বিলু ঘাঁটিতে আঘাত হেনেছে। এছাড়াও ইসরায়েলের উত্তর বন্দর শহর হাইফায় একটি নৌ ঘাঁটিতে আবারও আক্রমণ করা হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৫০ জনে। আহতের সংখ্যা সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে।।