দুই দশক ধরে ঢাকাই সিনেমায় একাই রাজত্ব করে চলেছেন। নানা সময়ে তার কর্মকাণ্ড বিতর্ক তৈরী করেছে। ব্যক্তিগত কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে তারকা খ্যাতি। তবু চলচ্চিত্র প্রেমীদের কাছে ভাটা পড়েনি ঢালিউডের এই শীর্ষ তারকার জনপ্রিয়তা। বলছি বাংলা ছবির অঘোষিত ‘নবাব` শাকিব খানের কথা!
ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। কিন্তু সংসার জীবনে স্থায়ী হতে পারেননি।
আবারও বিয়ে করতে যাচ্ছেন বাংলার এই কিং ! এ নিয়ে ইতোমধ্যেই নানা গুঞ্জন চলছে সিনেমাপাড়ায়। নিজেও সেই সম্ভাবনা উড়িয়ে দেননি শাকিব। অপু -বুবলীর পর তৃতীয় বিয়ের ইঙ্গিত রেখে তিনি বলেন, তার কোনো তাড়াহুড়ো নেই।
এদিকে সাকিবের পারিবারিক সুত্র বলছে, মনের মতো পাত্রী পাচ্ছেন না বলেই আটকে আছে শাকিব খানের বিয়ে।
সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন শাকিব। বিয়ে সম্পর্কিত এক প্রশ্নে শাকিব বলেন, ‘কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’
তবে বিশ্বস্ত কিছু সূত্র বলছে, জোরকদমে পাত্রী দেখা চলছে। ব্যাটে বলে হচ্ছে না বলেই আটকে আছে বিয়ে।
এদিকে চলতি মাসে ১৫ তারিখে মুক্তি পেতে পারে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি। ‘দরদ’ ছবিতে শাকিবের নায়িকা হিন্দি সিনেমার অভিনেত্রী সোনাল চৌহান। রোমান্টিক সাইকোথ্রিলার গল্পের ছবিটিতে শাকিব খানকে দেখা যাবে নতুনরূপে।