স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার (এএসপি) একজন কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম জন রানা বলে জানা গেছে। তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জের বেলকুচি সার্কেলে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে জন রানা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেছে। জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এএসপি জন রানাকে অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, রাজশাহী জন রানার নিজ জেলা। ২০১৮ সালে তিনি ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। তবে চাকরি থেকে তিনি কী কারণে অব্যাহতি নিয়েছেন, তা জানা যায়নি।