
নওগাঁর পত্নীতলায় জান্নাতুন মাওয়া ঐশি (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঐশি নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী এবং নজিপুর সদর আলহেরা পাড়ার মাহাবুর রহমানের মেয়ে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ঐশির শয়নকক্ষের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাক দেয়। ভেতর থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজা ধাক্কা দিয়ে খুলে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঐশির ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তার বাবা-মা তাকে বকাঝকা করলে নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পুলিশের ধারনা মা বাবার উপর অভিমান করে রাতের যে কোন সময় গলায় ফাঁস দিয়ে ঝুলে তার মৃত্যু হতে পারে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।