মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

চাঁদাবাজির ভিডিও ভাইরাল হওয়ায় এনসিপি নেতাকে শোকজ

ছবি : সংগৃহিত

চট্টগ্রাম বন্দরের আন্দোলন বন্ধের জন্য পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত রবিবার (১০ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত এক পত্রে নিজাম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, ‘গত ১০ আগস্ট দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ভিডিও দেখে এনসিপি, চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হকের কাছে ব্যাখ্যা দিতে হবে।’

একই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজাম উদ্দিন ও আফতাব হোসেন রিফাতের মেসেঞ্জার কলে কথোপকথনের একটি দেড় মিনিটের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করার জন্য পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছে বলে কথোপকথন চলছে।

এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

ভিডিওতে আফতাব হোসেন রিফাত নিজাম উদ্দিনকে জিজ্ঞেস করেন, ‘যদি মীর ভাইরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?’ জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমাকে টাকা দিয়েছে?’ আফতাব হ্যাঁ বলেন। এরপর নিজেদের মধ্যে আন্দোলন বন্ধ করার জন্য পাঁচ লাখ টাকা নেওয়ার কথা বলা হয়। আরও টাকা নেওয়ার পরামর্শও দেওয়া হয়।

নিজাম উদ্দিন বলেন, ‘তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না। নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে কিছু একটা দিয়ে দিলাম।’ আফতাব জানতে চান, ‘কত?’ নিজাম বলেন, ‘টেন।’ অর্থাৎ দশ লাখ টাকা। এরপর নিজাম আফতাবকে বলেন, ‘ওনাদের কাছে এত ছোট ডিমান্ড করছ কেন? তুমি বিষয়টা আমাকে জানাবে না।’

দলীয় নেতাকর্মীরা জানান, আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক।

ভিডিওর বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ভিডিওটি সাত-আট মাস আগের। যারা ভিডিও করছে তারা বিষয়টি পরিষ্কার করবে।’

আফতাব হোসেন নিজেও ভিডিওর কথাটি স্বীকার করেন এবং বলেন, ‘বন্দর কেন্দ্রীক ইস্যু নিয়ে আমাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ঘটনা শুরু হয় মে মাসের ৩০ তারিখ থেকে। জয় আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসে। সঙ্গে ২৫ থেকে ৩০ জনকে নিয়ে মারধর শুরু করে। এরপর নিজাম ভাইকে কল দিতে বলে। আমরা সবসময় দুষ্টুমি করে এমন কথা বলি। নিজাম ভাই ভাবছেন, আমি দুষ্টুমি করে চাঁদার কথা বলছি। আমি আমার কথার প্রেক্ষিতে কথা বলেছি।’

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...