সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

যুব দিবসে পুরস্কৃত হবেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ছবি : সংগৃহিত

আগামী ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গত এক বছরে যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে। সফলতা ও শ্রেষ্ঠত্বের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হবে।

সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান।

জানানো হয়, দুইটি ক্যাটাগরিতে মোট ২০টি পুরস্কার দেওয়া হবে—সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ১৪ জন এবং যুব সংগঠক ক্যাটাগরিতে ৬টি সংগঠন পুরস্কৃত হবে। প্রতিটি পুরস্কারের অংশ হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন ও বিজয়ী যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তা প্রদান করছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতি বছর প্রায় ২ লাখ যুবক-যুবতীকে কর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে। গত এক বছরে ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ৪ হাজার ৯৮৫ জন (২ হাজার ৫৩৪ জন যুবক এবং ২ হাজার ৪৫১ জন যুবতী) যুবকে মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হবে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সহায়তাকারী হিসেবে কাজ করার জন্য ১ হাজার ৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় তারুণ্যের উৎসব হিসেবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর ৬৪টি জেলায় আত্মকর্মী, উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ভ্যানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

বিগত ছয় মাসে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মে নিয়োজিত না থাকা ৯ লাখ বেকার যুবক-যুবতীকে ‘আর্ন’ প্রকল্পের আওতায় কর্মসংস্থানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

১২ আগস্ট সকালে দিবসের শুরুতে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হবে, যা হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে শেষ হবে।

পরে সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি উপলক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং রক্তদান কর্মসূচিসহ নানা কার্যক্রম পালন করা হবে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...