
সামাজিক সংগঠন ‘শিকড়ের সন্ধানে’-এর উদ্যোগে ঢাকাস্থ ১০নং বগুড়া ইউনিয়নবাসীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীতে বৃহত্তর যশোর জেলা সমিতি অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ ঝিনাইদহ জেলা ভিত্তিক সামাজিক সংগঠনটি।
সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব সাইফুল আলম, সাবেক নির্বাচনকমিশনার ও জেলা দায়রা জজ ঢাকা-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী জনাব আতিকুর রহমান আতিক, ইন্জিনিয়ার জাহিদুল ইসলাম, সাবেক মহাব্যবস্হাপক ( এমটিম) শাহাজালাল সার কারখানা লিঃ সিলেট। সভায় আরও বক্তব্য রাখেন ব্যারিষ্টার এ জেড এম নুরুল আমিন নিলু।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল হাদী লিপ্টন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন খান, ফিরোজ মৃধা, খন্দকার আতিকুজ্জামান শাহীন, জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট কাজী শিপু, সোহেল খান প্রমুখ।
সভায় বক্তরা বলেন, ঢাকাস্থ ১০ বগুড়া ইউনিয়নবসীর প্রথম স্বপ্ন আজ পুরন হল আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। ইউনিয়নবাসীর সার্বিক কল্যানে সংগঠনটি স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সম্প্রতি, খেলাধুলা, বিনোদন মুলক অনুষ্ঠানের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন উপহার দিতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ২৭ শহীদকে শ্রদ্ধার সাথে স্বরন করা হয়। এছাড়া সংগঠনের ব্যানারে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এছাড়া অনুষ্ঠান বাস্তবায়নের জন্য মোঃ আতিকুর রহমান আতিককে আহবায়ক ও খন্দকার আতিকুজ্জামান শাহীনকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।