
শেরপুর সদরের তাতালপুরে ধানক্ষেত থেকে এক ইজিবাইক (অটোরিকশা) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সকালে তাতালপুর-কারারপাড়া সড়কের পার্শ্বে মরদেহটি দেখে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অটোরিকশা চালকের নাম আব্দুল লতিফ (৪০)। তিনি শেরপুর সদর উপজেলার কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, ২১ এপ্রিল সকালে শেরপুর সদরের তাতালপুরে একটি সড়কের পার্শ্বে ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সদর থানা পুলিশের নিকট খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। পরে তার পরিচয় পায় পুলিশ।
শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।