
নির্বাচনে অংশ নিতে চান জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান।
সোমবার (২১ এপ্রিল) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহবাগে ঝুট ব্যবসায়ী হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন শাজাহান খানকে আদালতে হাজির করে হাজতখানায় আনা হয়।
শুনানির আগে তাকে এজলাসে তোলা হয়। হাজতখানা থেকে এজলাসে নেওয়ার সময় শাজাহান খানের কাছে নির্বাচনের বিষয়ে জানতে চান উপস্থিত সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই নির্বাচন করব।’
শুনানি শেষে তাকে হাজতখানা নিয়ে যাওয়ার পথে শাজাহান খান সাংবাদিকদের বলেন, ‘তোমরা কিছু বলো না। শুধু আমাকে দিয়ে বলাতে চাও।’
এদিকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমি সত্য বলেছি। যা ঘটেছে তাই বলেছি।’