
জয়পুরহাটের কালাই উপজেলায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জয়পুরহাট-২ আসনের (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
শনিবার বিকেলে কালাই পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এই গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন —
“দেশের জনগণের অধিকার রক্ষার আন্দোলনে বিএনপি সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” গণসংযোগকালে তিনি কালাই পৌরসভা বাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন — জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, জেলা যুবদলের সদস্য এফতাদুল হক, কালাই থানা বিএনপির সদস্য আব্দুস সবুরসহ উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগে তিনি সাধারণ মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন