
জয়পুরহাটের কালাইয়ে ‘আমাদের কালাই উপজেলা’ ফেসবুক কমিউনিটি গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফটো কনটেস্ট ২০২৫। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় কালাই উপজেলার পাঁচশিরা বাজারস্থ সিঙ্গার শোরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের পরিবেশক মেসার্স ইয়া ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী আবু ইউসুফ মো. মাহবুবুর রহমান, সোহাগ গার্মেন্টসের প্রোপাইটর সোহাগ হাসান, সামাজিক সংগঠন ‘শেকড়’-এর প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী সাজিয়া ইসলাম পায়েল, আইটি কোম্পানি ইনফিনিট ইকো ডিজিটালের সিইও আরমান হোসেন এবং কালাই গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক আব্দুন নুর নাহিদ।
অনলাইনভিত্তিক এই ফটো প্রতিযোগিতায় উপজেলার ১০৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিচারকমণ্ডলীর রায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক-কমেন্টের ভিত্তিতে পাঁচজন বিজয়ীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
প্রথম স্থান অর্জন করেন নিলুফা আক্তার বিথি। দ্বিতীয় স্থান অধিকার করেন আরিফা আনহা হাসি। তৃতীয় স্থান লাভ করেন নীলিমা জান্নাত রিমি। চতুর্থ হয়েছেন মাহবুবা আক্তার এবং পঞ্চম স্থান অর্জন করেন আফরিন আক্তার ফারিহা।
বিজয়ীদের মাঝে মোবাইল ফোন, শাড়ি, বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ফটো কনটেস্ট আয়োজনে সহযোগিতা করেছেন কালাই উপজেলার মেসার্স ইয়া ইলেকট্রনিকস, এইচ এন্ড এইচ হোন্ডা, সোহাগ গার্মেন্টস এবং সামাজিক সংগঠন শেকড়।