
রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গোলাম হোসেন রকি (৪৮) নামে এক রিকশাচালক মারা গেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলাম হোসেন রকির বাসা কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়া এলাকায়। তিনি নগরীর দড়িখড়বোনা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। আর শহরে রিকশা চালিয়ে সংসার চালাতেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, নিহত রিকশাচালকের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। এছাড়া আঘাত ছিল তার মাথাতেও। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তখন থেকেই তার জ্ঞান ফেরেনি। পরে মঙ্গলবার তিনি মারা গেছেন।
তবে আরএমপির বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হোসেন বলেন, কারও মারা যাওয়ার বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নগরীর দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান ও তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।