মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

ইফতারে অতিথি বরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত পাঁচ

ছবি: সংগৃহিত

রাজশাহীর তানোরে ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃঞ্চপুর মোড়ে এ ঘটনা ঘটে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মমিনুল হক মমিন, তার ভাই মো. জানেউল, অপর গ্রুপের ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তজা ও লুৎফর রহমান। এদের মধ্যে মো. জানেউলের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তির পর বর্তমানে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ইফতার মাহফিলে প্রধান অতিথি ডয়লেন বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) মো. শরিফ উদ্দিন। বিকেলে তিনি কৃঞ্চপুর মোড়ে পৌঁছলে দু’পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। পরে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে উভয় গ্রুপের নেতাকর্মী আহত হন।

সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুল হকের গ্রুপের সাবেক ছাত্র দল সভাপতি মালেক মন্ডল বলেন, মজিবুর প্রভাব খাটিয়ে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা একাই সবকিছু নিয়ে আসছেন। কিন্তু মমিনকে কোনো পাত্তা দেন না তিনি। মমিন গ্রুপের লোকজন কৃঞ্চপুর আদর্শ মহিলা কলেজের ইফতারে প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য মোড়ে অবস্থান করছিলেন। এ সময় মজিবুর রহমানসহ তার নেতাকর্মীরা হামলা চালায়।

মালেক মণ্ডল আরও বলেন, হামলায় সাবেক চেয়ারম্যানের মমিনের ভাই জানেউল গুরুতর আহত হয়েছেন। পরে সংঘর্ষ শুরু হলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী মমিন গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এটা দুঃখজনক।

এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। ইউপি বিএনপির আরেক অংশের সভাপতি সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিনের সঙ্গেও যোগাযোগেও চেষ্টা করা হয়। তিনিও ফোন রিসিভ করেননি।

তবে উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান বলেন, মহিলা কলেজ মাঠে ইফতারের স্থান ছিল। প্রধান অতিথি মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিনকে কৃঞ্চপুর মোড় থেকে স্লোগান দিয়ে ইফতারের মঞ্চে মমিনের লোকজন নিয়ে যেতে চায়। কিন্তু প্রভাষক মজিবুর বাধা দেয়। এটা নিয়েই মারপিট হয়েছে। পরে পরিবেশ শান্ত হয়। উভয়পক্ষকে নিয়ে বসে মীমাংসা করা হবে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পরিবেশ শান্ত আছে। তবে কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...