
নেত্রকোনার পূর্বধলায় মাইক্রোবাসের ধাক্কায় হেলিম মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
ঘটনার পর পুলিশ মাইক্রোবাসটি জব্দ করলেও এর চালক পালিয়ে যায়।
রোববার (৯ মার্চ) দুপুরে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার কিসমত বারেঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি নেত্রকোনা জেলা জজকোর্টে (বেসরকারি) সমন জারিকারক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, দুপুরে হেলিম মোটরসাইকেল চালিয়ে নেত্রকোনা থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে কিসমত বারেঙ্গা নামক স্থানে পেছন থেকে একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. নান্নু খান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এসময় মাইক্রোবাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।