
সিরাজগঞ্জে স্কুলছাত্রকে অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশিদাকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
রোববার (৯ মার্চ) রাত ৭টায় সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেডকোয়ার্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে ৮ মার্চ রাতে ঢাকা জেলার ধামরাই থানার জয়পুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাশিদা বেগম সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পশ্চিম বাঐতারা গ্রামের আলী আকবরের স্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ৩০ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র আরমান শেখকে (১০) অপহরণ করে অজ্ঞাত স্থানে আট রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে রাশিদা বেগম। পরে ৪-৫ হাজার করে কয়েকবার অপহরণকারীদের কাছে টাকা পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হলে ২০২৪ সালের ১ মার্চ আদালত রাশিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে রাশিদা বেগম পরিচয় গোপন করে দেশের বিভিন্ন আত্মগোপনে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে ৮ মার্চ রাতে ঢাকা জেলার ধামরাই থানার জয়পুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।