
দেশকে অস্থিতিশীল করার প্রস্তুতির অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্ট অপারেশনে সাইয়েদুল ইসলাম মনা নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট বাজার থেকে সেনাবাহিনী ও গঙ্গাচড়া থানা-পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইয়েদুল ইসলাম মনা কোলকোন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়নের পীরেরহাট এলাকার মোখলেছার রহমানের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ডেভিল হান্ট অভিযানে সাইয়েদুল ইসলাম মনাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকালে গ্রেফতার মনাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।