
গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে করে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ।
এদিকে অবস্থানকারীদের কয়েকজনের হাতে গণ-অভ্যুত্থানে নিহতদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। কেউ কেউ সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন।
আন্দোলনস্থল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান জুলাই-২৪ এর শাহিদ পরিবারের সদস্যরা।