
রাজধানীর রমনা থানার কাকরাইল মোড়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনা প্রসঙ্গে মি. মিজানুর জানান, রাস্তা পারাপার হওয়ার সময় ওই ব্যক্তি কোনও অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলেন। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহটি বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।