নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসমূহের সমন্বয়ে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন এই জেলার অধিবাসীরা। আজ রোববার বেলা ১১টার দিকে এই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং শহরের প্রধান সড়কে সম্মিলিত নোয়াখালীবাসীর ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রায় আধা ঘণ্টার মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে মোহাম্মদীয়া মোড়, টাউনহল মোড়, জামে মসজিদ মোড় ও পৌর বাজার হয়ে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চ, ড্রিম লাইট অব হেল্প সেন্টার, মানবিক ব্লাড ফাউন্ডেশন, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন, সার্ভিস ফর হিউম্যান বিং অর্গানাইজেশন (এসএইচবিও), আমাদের প্রাণের নোয়াখালী, কুহক সমাজ কল্যাণ ও সাইবার অর্গানাইজেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাইফুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান প্রমুখ।
সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করতে সুপারিশের কথা জানান। মূলত এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই নোয়াখালীর সর্বস্তরের মানুষ আজ এই কর্মসূচিতে অংশ নেয়।