রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে আজ শনিবার গাইবেন খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে এই কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।
কনসার্ট উপলক্ষে আজ বেলা ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহারকারীরা টোল ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া কিছু এলাকায় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনাসমূহ:
১. স্টাফরোড রেল গেট থেকে নৌবাহিনীর সদর দপ্তর ক্রসিং পর্যন্ত টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী- মহাখালীগামী যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে। তাই বেলা ২ টা থেকে রাত ১১টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।
২. উত্তরা-বিমানবন্দর থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন হোটেল রেডিসনের পূর্বে ইউ টার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন।
৩. গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও কুড়িল র্যাম্প ব্যবহার করতে পারবে।
৪. বিমানবন্দর /উত্তরা/টঙ্গীগামী যানবাহন বনানী র্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে।
৫. ইসিবি চত্বর থেকে বনানীগামী উড়ালসড়কের লুপ বন্ধ থাকবে।
৬. ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবে।
৭. র্যাম্প ব্যবহারের ক্ষেত্রে মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল ব্যবহার করা যাবে না।
কনসার্টটি থেকে আয় হওয়া সব অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে। এই অনুষ্ঠানে যোগ দিতে রাহাত ফতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থা কোন পারিশ্রমিক গ্রহণ করছেন না।
কনসার্টে দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। র্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানেরও পরিবেশনার কথা রয়েছে। পাশাপাশি জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার থাকবে আয়োজনে।