নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে সমন্বয়কের ছিনতাই হওয়া ১টি সহ মোট ১৪৮টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
গত সোমবার ভোর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিভিন্ন সময় অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী গণমাধ্যমকে জানান, সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা আসলে ফোনটি বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় ভুক্তভোগী কেউ মামলা না করলেও ছিনতাইয়ের অভিযোগে আজ বুধবার পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এতে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর আদর্শ গ্রামের মোবারক হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী গ্রামের মো. বিল্লাল হোসেন, কাঁচপুর এলাকার মুঠোফোন ব্যবসায়ী আনোয়ার হোসেন, রাকিম মিয়া ও মিন্টু মিয়া।
এদিকে গ্রেফতার হওয়া মোবারক হোসেন নারায়ণগঞ্জ আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন, ছিনতাই ও ডাকাতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকলেও বৈষম্যেবিরোধী ছাত্রনেতাদের গাড়িতে হামলার ঘটনায় তিনি জড়িত নন।