পাবনার ঈশ্বরদীতে স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে গুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঁঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত আটটার দিকে সেলিম বিশ্বাস ও আইনুল ইসলাম পাকশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসেছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে চলে যায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সেলিম বিশ্বাস ও আইনুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ব্যক্তিরা হলেন বাঘইল গ্রামের সেলিম বিশ্বাস (৪৫), আইনুল ইসলাম (৫৮) ও নাছিম হোসেন (২৭)। তাঁরা স্থানীয় বিএনপির কর্মী।
স্থানীয়দের দাবি, এলাকায় সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে ধরেই স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে এ গুলির ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঈশ্বরদীর বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘স্থানীয়ভাবে বিএনপি নামধারী একটি সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে যাঁরা বিভিন্ন মানুষের পুকুর থেকে মাছ ধরে নেওয়াসহ বিভিন্ন অপকর্ম করছেন। বহু চেষ্টা করেও তাদের প্রতিহত করতে পারছি না।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আজ সোমবার দুপুর পর্যন্ত থানায় এ প্রসঙ্গে কেউ অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।