বঙ্গোপসাগরে তেল–গ্যাস অনুসন্ধানে সাতটি বিদেশি কোম্পানি দরপত্রের নথি কিনলেও শেষ পর্যন্ত কেউই তা জমা দেয়নি। কোন দরপত্রও জমা না হওয়ায় নতুন করে পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা)।
কর্পোরেশনের তিন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, বিদেশি কোম্পানিগুলো দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিতে পারে। এ ছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার কারণেও বিদেশিরা বিনিয়োগের আগ্রহ হারাতে পারেন বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানানো হয়।
এ প্রসঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার গণমাধ্যমকে বলেন, কেউ দরপত্রে অংশ নেয়নি। অংশগ্রহণ না করার বিষয়ে কোনো কারণও জানায়নি। এখন ওদের সঙ্গে যোগযোগ করে ও নিজেরা বসে মূল্যায়ন করে দেখা হবে। এরপর প্রয়োজনীয় সংশোধন করে আবার দরপত্রের প্রস্তুতি নেওয়া হবে।
প্রসঙ্গত, গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ৯টি ব্লকে দরপত্র আহ্বান করা হয়েছিল। আগের চেয়ে বেশ কিছু সুবিধা বাড়ানো হলেও এবারও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যর্থতা এলো। যদিও এবারের দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থও দেখা হয়েছে। দরপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে আজ সোমবার বেলা একটায়।