বায়ুদূষণে আবারো সবার শীর্ষে ঢাকা। সকাল ৯টা ৪১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) এ ঢাকার বাতাসের স্কোর ৩০২। মানের দিক থেকে এটি বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ।
বিশ্বের ১২৫টি দেশের মধ্যে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ২০০ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
একিউআই স্কোরে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯০। ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে মিশরের কায়রো। পঞ্চমে নেপালের কাঠমুন্ডু, স্কোর ১৭৭।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।