সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে নতুন মামলার আবেদন করা হয়েছে। আজ রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যবসায়ী।
মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অবস্থিত জেলা নিবন্ধন কার্যালয়ে বাদী জমি নিবন্ধনের জন্য আসেন। ওই দিন বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা তাঁকে মারধর করেন। ওই সময় আদালত প্রাঙ্গণে থাকা বিভিন্ন গাড়িও ভাঙচুর করেন তাঁরা। মারধরে তাঁর হাত ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। অসুস্থ থাকায় এত দিন মামলা করতে পারেননি।
বাদীর আইনজীবী ইরফানুল হক আজ দুপুরে গণমাধ্যমকে বলেন, মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনকে আসামি করে এবং অজ্ঞাতপরিচয়ের ৫০০ জনকে মামলায় আসামি করা হয়েছে।আদালত বাদীর বক্তব্য গ্রহণ করেছেন। আদালত পরবর্তী সময়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।