সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনা জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকালের এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিমানবন্দরে কর্মরত কাস্টমসের কর্মকর্তারা সোনা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস কর্মকর্তারা বলেন, দুবাই থেকে একটি ফ্লাইট (বিজি-২৪৮) আজ সকাল ৯টা ২৫ মিনিটের দিকে সিলেটে অবতরণ করে। ফ্লাইটের সিট নম্বর ২৬-সি-এর নিচে যাত্রীবিহীন অবস্থায় ১ কেজি ১৬৭ গ্রাম সোনা কালো মোড়ক দিয়ে আবৃত অবস্থায় জব্দ করা হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার মো. তাসনিমুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সোহানুর রহমান বলেন, জব্দ করা সোনার মধ্যে ছিল ১৮টি চুড়ি ও ৩টি চেইন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে গত বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১টি সোনার বার জব্দ করেছিল বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।