দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের যদুরমোড় নামক স্থানে আজ শুক্রবার বেলা সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাসের চালকের নামে আব্দুল করিম। তাঁর বাড়ি পঞ্চগড়ে। অন্যদিকে ট্রাকের চালকের নাম আনোয়ার। তাঁর বাড়ি নওগাঁয়। নিহত বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সাহিদুর ইসলাম জানান, সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী হেরিটেজ পরিবহন এবং ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস এবং ট্রাকের দুই চালকসহ চারজন নিহত হন। এতে আহত হন ২০ জন। খবর পেয়ে দিনাজপুর এবং ঠাকুরগাঁয়ের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যায়। এরপর নিহতদের উদ্ধার করে নিকটস্থ বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেসহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।